বরগুনা প্রতিনিধি:
অদ্য ০৫/১২/২০২৩ খ্রি. বিকেল ০৩.০০ ঘটিকায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এস পি’ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম । ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বরগুনা সদর সার্কেলকে ১-০ হারিয়ে পুলিশ লাইন্স বরগুনা চ্যাম্পিয়ন হয়। এ সময় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও খেলা পরিচালনা কারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
উক্ত ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, ও অর্থ), বরগুনা। অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ আবু ছালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল), জনাব মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ্ সুপার (আমতলী সার্কেল), এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যগণ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।