আব্দল মুনতাকিন জুয়েল গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় র্যাব ১৩ একটি বিশেষ অভিযানে ৮ ডিসেম্বর প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে জালিয়াতির চক্রের ৩৭ জনকে গ্রেপ্তার করেছেন।
র্যাব ১৩গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি জালিয়াতি চক্র ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। অতঃপর সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে জালিয়াতি চক্রের মূলহোতা-০৫(পাঁচ) জন ও ৩২ (বত্রিশ) জন পরীক্ষার্থী কে তাদের ব্যবহৃত সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ফোন সহ পরীক্ষার হলরুম হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পরীক্ষার্থী বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে সুকৌশলে পরীক্ষা দিয়ে আসছিল। মারুফ, মুন্না,সোহেল,নজরুল ও সোহাগ বিভিন্ন পরীক্ষার্থীকে ১৪-১৮ লক্ষ টাকায় চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে আসছিল। সোহেল ডিভাইস সংগ্রহ ও বিতরণ করেন, নজরুল পরীক্ষার্থী সংগ্রহ করতেন এবং মারুফ ও মুন্না বাহির থেকে প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, পরীক্ষার্থীরা জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।