মোঃলিংকন মিয়া
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় শিকড় সামাজিক উন্নয়ন সংগঠন এর উদ্যোগে প্রায় শতাধিক গরিব, অসহায়,বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।এটি গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের নশরত পুর গ্রামে অবস্থিত।
এসময় উপস্থিত ছিলেন শিকড় সংগঠনের সদস্য মোঃমোস্তাফিজুর রহমান,মোঃমিজানুর রহমান,লিংকন,শাহ আলম,জাকির,স্বপন,রাব্বানী,সবুজ,রাহাদ, নুরআলম সহ আরও অনেকে।তারা বলেন শীত বস্ত্র বিতরন ছাড়াও এর আগে এলাকা বাসির পাশে ছিলো শিকড়।এর আগে রমজান মাসে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়,এলাকার প্রায় সাড়ে তিন শতাধিক গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতাকলম বিতরন করা হয়। এছাড়াও প্রায় দেড় শতাধিক গরিব মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় এবং তিন দিনের বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
এসময় এলাকা বাসিকে জিগ্গেস করলে তারা বলেন, শিকড় সংগঠন অল্প দিনের এবং নতুন হলেও আমরা তাকে পাশে পেয়েছি।তারা নিজে এসে আমাদের খোজ নিয়ে শীত বস্ত্র দিয়ে যান।এই শীতে এভাবে আমাদের কেউ খোজ খবর নেই নি।তারা আরও বলেন শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশি।
এসময় শিকড় সংগঠনের সদস্যরা জানান তারা সবার আগে সবার পাশে সব সময় ছিলো আছে আর আগামিতেও থাকবে ইনশাআল্লাহ।