তানভীর খান, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উয়ার্শী ইউনিয়ন এর নতুন কহেলা গ্রামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।
ইউনিয়নের যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করে।
এসময় ইউনিয়ন এর চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক (হুরমহল), ইউনিয়ন ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম খান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান মনির, ওয়ার্ডের সহ সভাপতি শাফিউল হক খান(ভুলু), ইউনিয়ন এর কার্য নির্বাহী সদস্য এনামুল হক খান আজাদ,নতুন কহেলা সবুজ সংঘের সভাপতি আবুল হাসেম খান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, সুলতান মাহমুদ খান সবুজসহ আরও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন খান আহমেদ শুভ এমপি।