নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।
তারই ধারাবাহিকতায় কটিয়াদী উপজেলা লোহাজুরি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী -পাকুন্দিয়া) আসনে নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় লোহাজুরি স্কুল এন্ড কলেজে মাঠে হাজার হাজার মহিলা নেতৃবৃন্দদের নিয়ে নৌকার পক্ষে জনসভা করে তাক লাগিয়ে দিয়েছেন লোহাজুরি ইউনিয়নবাসীকে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা খানম ইকবালের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী আব্দুল কাহার আকন্দের সুযোগ্য কন্যা ডাঃ ফারজানা সরমিন ও লোহাজুরি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুছা মারুয়া, লোহাজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূইয়া রতন, লোহাজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীনসহ মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।