 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মো হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে এসআই(নিঃ) তৌফিক আনাম এর নেতৃত্বে একটি টিম গত বৃহস্পতিবার ১১ জানুয়ারি অনুমান রাত ৪.২০ টার সময় মাগুরা সদর থানার ভায়নার মোড় এলাকা হইতে ২ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী মোঃ আবুল হাসেম (৫৬) পিতা- মৃত ফুল মিয়া সাং- আলগারচর, মোঃ রফিক (৩০) পিতা- বাহাদুর আলী সাং-চরলাঠিয়ালডাঙ্গা ও মোঃ আক্তার হোসেন (২০) পিতা- মনোয়ার হোসেন সাং- চরলাঠিয়ালডাঙ্গা উভয় থানা-রৌমারী উভয় জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা করা হয়।