মো:লিংকন আহমেদ,গাইবান্ধা প্রতিনিধি :
লাল সবুজ সোসাইটি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে গরিব,অসহায়,বিধবা ও বয়স্কদের মাঝে কম্বল বিতরন করেন ও গাইবান্ধা রেলওয়ে স্টেশনে অসহায় গরিব বাচ্চাদের মাঝে শীতের পোশাক বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সদস্য মোছা:ফারজানা আক্তার স্মৃতি।তার পরিচালনা ও দিক নির্দেশনা নিয়ে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়।
কম্বল বিতরনে আরও উপস্থিত ছিলেন মো:আখতারুজ্জামান আসিফ,মোছা:লিন্তা খাতুন,সাম্মি আক্তার,সুমাইয়া আক্তার,লামিয়া আক্তার,মো:লিংকন আহমেদ,জাহাঙ্গীর আলম,স্বজন সাফী,মো:হাসিবুল হাসান,মোঃমোজাম্মল মিয়া সহ আরও অনেকে।
তারা বলেন সমাজের অবহেলিত মানুষের পাশে লাল সবুজ সোসাইটি আগেও ছিলো আর আগামিতেও থাকবে।