এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর গলাচিপায় এবার গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ইয়াবা সহ মাদক কারবারি ফোরকান গাজী নামে একজন আটক হয়েছে।
ডিবি পুলিশ জানান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি একেএম আজমল হুদা নেতৃত্বে মঙ্গলবার (২৩ শে জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) সম্বিত রায় ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারের উত্তর পাশ থেকে নিজের চায়ের দোকানের সামনে হইতে মোঃ ফোরকান গাজী (৪৫), পিতা-মৃত আকাব্বর গাজী, মাতা-রাজিয়া বেগম, সাং-ছোনখোলা, ৯নং ওয়ার্ড, বকুলবাড়িয়া ইউপি, গলাচিপাকে আটক করা হয়।
এসময় পরিহিত লুঙ্গির সামনের কোচর হইতে একটি ছোট সাদা রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক কারবারি মোঃ ফোরকান গাজীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।