মোঃ রেজাউল ইসলাম লিটন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারী (বুধবার) সকাল ১০’০০ ঘটিকায় ডিমলা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ডিমলা নীলফামারী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুর আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসন ফারুক আল মাসুদ , ডিমলা উপজেলা প্রশাসক মোঃ নুরে আলম সিদ্দিকী সভাপতিত্বে, অনুষ্ঠিত সেমিনারে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোছাঃ আমেনা পারভীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান ।
এতে আরো বক্তব্য রাখেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে আগ্রহী শতাধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।