তোফায়েল আহমেদ,ধামরাই উপজেলা প্রতিনিধি:
টঙ্গীর কহর দরিয়ার তীরে গত ৯ ফেব্রুয়ারি ফজরের আমবয়ানের মধ্য দিয়ে মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭ তম মূলধারার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী ১১ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন। বিশ্ব ইজতেমা এখন মুসলিম উম্মার অন্যতম বৃহত্তম মিলন মেলায় পরিণত হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমাকে ঘিরে বহির্বিশ্ব থেকে এ বছর রেকর্ড সংখ্যক রেকর্ড ধর্মপ্রাণ মুসল্লী বাংলাদেশ এসেছে।যা প্রথম পর্বের ইজতেমার অন্তত দশ গুণ বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আর সংশ্লিষ্টরা মনে করছেন, এমনটি হওয়ারই কথা। বিগত ৫ যুগ ধরে দিল্লির নিজামুদ্দিন বিশ্বমারকাযের তত্ত্বাবধানে বাংলাদেশের টঙ্গীর ময়দানে।ইতিমধ্যে ময়দানে হযরত জি মাওলানা সা’দ কান্ধলভীর ৩ ছেলে।
বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন সাদ কান্ধলভী, মেঝ ছেলে মাওলানা সাঈদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস কান্ধলভী।এছাড়া তাদের সঙ্গে মাওলানা সাদ সাহেবের মেয়ের জামাতা মাওলানা হাসানসহ একটি জামাত ময়দানে উপস্থিত আছেন। ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে (ইস্তেগবাল) স্বাগত জানান বাংলাদেশের শীর্ষ শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম।