1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
Title :
এনটিআরসিএ এর অফিসের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন ১ম থেকে ১২ তম নিবন্ধন ধারীরা ঝিকরগাছায় মাদ্রাসায় না এসেও নিয়মিত ‘বেতন-ভাতা তুলছেন’ অধ্যক্ষ – (পর্ব -১) ক্যারাম খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা ছাত্রদল নেতার হামলায় বাকপ্রতিবন্ধীসহ আহত ২ রংপুরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যার চেষ্টা গোবিন্দগঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর তিন সন্তানের জননীর পা বাধা লা/শ উদ্ধার বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদ মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন রংপুরে মানিক হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বটতলা ফাইটার্স বিজয়ী কাঠালিয়া ছাত্রদল সভাপতি ছাব্বির মোল্লার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগে জালিয়াতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক:

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগে জালিয়াতি

মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে চাকরি প্রার্থী চারজন আটক হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত চার পরীক্ষার্থী হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এসকে নুরুজ্জামানের ছেলে এসকে মনিরুজ্জামান, একই উপজেলার মণ্ডলগাতি গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম, নাগড়া গ্রামের জামাল মুন্সির ছেলে সজিব হোসাইন এবং সদর উপজেলার আমুড়িয়া গ্রামের ওয়াহাব আলির ছেলে মিরাজ হোসেন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের আওতায় ১১-১৭ গ্রেডভুক্ত মোট ৬টি পদের বিপরীতে ৭১ জন নিয়োগের জন্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে রোববার মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে আহ্বান জানানো হয়। সেখানে মৌখিক পরীক্ষা চলাকালে অভিযুক্ত চার প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা সমন্বয় করতে গেলে সামঞ্জস্যতা না পাওয়ায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযুক্তরা স্বাস্থ্য সহকারী পদের জন্যে আবেদন করলেও শুক্রবারে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তারা প্রক্সি পরীক্ষার্থী নিয়োগ করে। একেক জনের বিপরীতে দুই লাখ টাকা নিয়ে প্রক্সি পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষা শেষে শনিবার রাতে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থী হিসেবে অভিযুক্ত প্রার্থীদের নাম প্রকাশ হলে তারা রোববারের মৌখিক পরীক্ষায় সশরীরে অংশ নিতে গেলে আটক হয়।

তবে অভিযুক্ত চাকরিপ্রার্থীদের পক্ষে কারা লিখিত পরীক্ষায় কারা অংশ নিয়েছে সেটি সম্পর্কে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়নি। একাধিকবার মাগুরা সিভিল সার্জনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী নিয়োগের সঙ্গে জড়িত থাকায় ৪ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved