শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার
নারীর প্রতি সহিংসতা বন্ধের মাধ্যমে, সুন্দর এবং ঐক্যের সমাজ গঠন করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ১৯ – ২০ মার্চ ২০২৪ তারিখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক এক ক্যাম্পেইনের আয়োজন করে। সহযোগি সংস্থা ইউএসএস এবং ইএসডিও’র সহায়তায় দুই দিন ব্যাপী এই ক্যাম্পেইন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বাই সাইকেল র্যালী, বক্তৃতা, আর্ট প্রদর্শণী, উন্নয়ন বিষয়ক নাটিকা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হামিদুল হক। অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর তপন কুমার রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ্, এ্যাসিসটেন্ট স্পনসরশীপ ম্যানেজার হাসিনুল কবির, লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়, আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং যতিষ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, শিমুলবাড়ী সিডিউলকাষ্ট উচ্চ বিদ্যালয়। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরা যাতে করে শিশু ও যুবরা সচেতন হয় এবং নারীর প্রতি সহিসংতা বন্ধ করতে অবদান রাখতে পারে। অনুষ্ঠানের প্রথম দিন আয়োজন করা হয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা। এই প্রতিযোগিতায় অংশ নেয় ৩২ জন প্রতিযোগি এবং ১ম, ২য় এবং ৩য় হিসেবে ৩ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও আয়োজন করা হয়েছিল আর্ট প্রদর্শণীর । জলঢাকা উপজেলার ১০ থেকে ২৪ বছর বয়সি শিশু ও যুবরাএই আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অংশগ্রহনকারীগণ দক্ষতার সাথে তাদের চিত্রের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরেন। তাদের চিত্রকর্মের মধ্যে থেকে সেরা ১০ টি নির্বাচিত চিত্রকর্ম আর্ট প্রদর্শনীতে স্থান পায়। সেরা ১০ টি চিত্রকর্ম থেকে ১ম, ২য় এবং ৩য় হিসেবে ৩ জনকে পুরস্কৃত করা হয়। বাই সাইকেল র্যালীর মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কর্মসূচী । ৬০ জন কিশোরী এই র্যালীতে অংশগ্রহণ করে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বাল্যবিবাহের শিকার ৫ যুব নারী তাদের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও বাল্যবিবাহের শিকার হয়ে পরবর্তীতে পড়ালখা চালিয়ে যাচ্ছে এমন ৫ জন যুব নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটি, পারিবারিক বিরোধ নিরসন কমিটি এবং জন্ম নিবন্ধন কমিটির সদস্যগণ, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, কাজী, ইমাম, পুরোহিত, অভিভাবক, কিশোর-কিশোরী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।