মোস্তাক আহমেদ বাপ্পি, কাতার প্রতিনিধি
কাতারে বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে ইফতারে জন্য ধর্ম প্রান মুসলিমদের ভিড় লেগে থাকে।
রোজার প্রথম দিন থেকে মুসলমান গণ হরেক রকমের সু-সাধু ইফতার ক্রয় করার জন্য বিকাল থেকে ইফতারের আগ-মুহুর্তে অপেক্ষায় থাকে। বাংলাদেশের খাবারের সাধ ঠিক রেখে ইফতারে জন্য মিষ্টি, জিলাপি,পিয়াজু,বেগুনি, ছুলা বুট, বিরিয়ানি, তেহারি ইত্যাদি তৈরি করে থাকে । কাতারে- নাজমা এরিয়ায়-বাংলাদেশি- হৈ চৈ
রেস্টুরেন্ট,শাপলা রেস্টুরেস্ট, রোজ বাংলা রেস্টুরেন্ট, চিটাগাং রেস্টুরেন্ট, আলাদিন রেস্টোরেন্ট ও প্রবাসী রেস্টোরেন্ট নামে বহু হোটেল সুনামের সাথে ব্যবসা করছে।
এই সকল রেস্টুরেন্ট গুলোতে বহু বাংলাদেশি চাকরি করে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থ নৈতিক উনয়ন করছে।