মোমেন আকন্দ (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা ছাত্রদলের সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল করিম মোড়ল রিফাত সাহেবের পক্ষ থেকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় এই ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আহমেদের
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল করিম মোড়ল রিফাত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা ছাত্রদল, শ্রীপুর উপজেলা ছাত্রদল, শ্রীপুর পৌর ছাত্রদল,শ্রীপুর কলেজ ছাত্রদল, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধীকার, ভোটাধিকার রক্ষায় যে মানুষটি নিরলস ভাবে কাজ করেছেন, তিনি মাদার অব ডেমুক্রেসি দেশনেত্রী খালেদা জিয়া। ধীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পরও মিথ্যা ভিত্তিহীন মামলায় উনাকে আটকে রেখে বাংলাদেশকে বিশ্বের সর্ববৃহৎ কারাগারে পরিণত করেছে বাকশালীরা । আজ বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত করে রাখা হয়েছে৷ বাংলাশের মানুষের বাক স্বাধীনতা নাই, কথা বলার অধীকার নাই, ভোটাধীকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য গণ আন্দোনের বিকল্প নাই৷ আমরা ঐক্যবদ্ধ থেকে দল থেকে যে আন্দেলনের ডাক আসবে, তা সফল করব ইনশাআল্লাহ। এরপর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্যর জন্য দুয়া করা হয়। এবং দেশ ও জাতির মুক্তির জন্য দুয়া করা হয়।
উক্ত ইফতার ও দুয়া মাহফিলে দুই শতাধিক নেতাকর্মী সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।