কাতার প্রতিনিধি,
মোস্তাক আহমেদ বাপ্পি
এসো, এসো, এসো হে বৈশাখ’ -এ বাণীমূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় কাতারে “বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনের আনুষ্ঠানিকতা।
বর্ষবরণ উৎসবের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আকাশ মিডিয়া ভুবন এর ব্যবস্থাপনা পরিচালক ই এম আকাশ।
তিনি বাঙালির আবহমান জীবনের সঙ্গে নববর্ষের আনন্দময় সংযোগের কথা তুলে ধরে বলেন, ‘বর্ষবরণকে উপলক্ষ করে বাংলাদেশিদের নিয়ে আমরা যেন প্রবাসের মাটিতে পারস্পরিক প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে তুলতে পারি আনন্দময় সুন্দর আগামীর ভবিষ্যৎ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নজরুল ইসলাম বক্তব্যে
পহেলা বৈশাখ বাংলা বর্ষের প্রথম দিন। পহেলা বৈশাখ আমাদের প্রানের উৎসব।
আবহমান গ্রাম বাংলার মানুষের নিকট উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। তিনি প্রবাসে আকাশ মিডিয়া ভুবন এর উদ্যোগ কে প্রশংসা ও শুভেচ্ছা জানায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক,
শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া,
তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল,
বিশিষ্ট ব্যবসায়ি রাকিবুল হাসান,
বিশিষ্ট ব্যবসায়ি দুলাল হোসেন,
বিশিষ্ট ব্যবসায়ি জাকির হোসেন বাবু,
বিশিষ্ট ব্যবসায়ি আবদুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ি শাহা শুভ।
এছাড়াও বর্ষবরন অনুষ্ঠানে বাংলাদেশি সংবাদিকবৃন্দের সাথে পাকিস্তান ও ইন্ডিয়ার সংবাদিক উপস্থিত ছিলো।
গল্প,কবিতা, নাচে-গান আর পান্তা- ইলিশ অনুষ্ঠানকে উৎসব মুখরিত করে তুলে।
সাহিন গোন্ড এন্ড ডায়মন্ড এর সৌজন্যে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম স্যার এর হাত থেকে র্যাফেল- ড্র এর পুরষ্কার গ্রহণ করেন- মোস্তাক আহমেদ বাপ্পি, প্রিন্স ইয়াসিন ,মো: দুলন প্রমুখ।