নিজস্ব প্রতিবেদকঃবাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্পনা রাণী গ্বোস্বামী। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কিত এক বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ ১৪৩১ শে সকল গ্লানি মুছে মানুষের মাঝে মঙ্গল বয়ে আনুক।
এছাড়া তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন উক্ত নির্বাচনে আমি নির্বাচিত হলে সকল গরীব ও অসহায়দের পাশে থেকে উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশীত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলাকে ডিজিটাল ও স্মার্ট রুপে রুপান্তরিত করবো।
সকলের মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।