আলমগীর কবির: জেলা প্রতিনিধি
গাইবান্ধার৷ সাদুল্লাপুর উপজেলায় আমেরিকান ডলার প্রতারক চক্রের মূল হোতা নুরু মন্ডল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন যাবত গাইবান্ধা জেলা ও জেলার বাহিরে বিভিন্ন জায়গায়, ডলার প্রতারণা করে আসছিল,অনেক জনকে সর্বস্বান্ত করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছিল এই ডলার চক্র।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির মূল হোতাকে রোববার ( ২৬ মে) রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের সোনা মন্ডলের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার ( ২৭ মে) তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নুরু মন্ডল সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িতাজপুর গ্রামের মৃত. আব্বাস আলীর ছেলে এবং নকল আমেরিকান ডলার তৈরী ও প্রতারক চক্রের মূল হোতা।
সাদুল্লাপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নুরু মন্ডলের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া আমেরিকান ডলার দিয়ে প্রতারণার অভিযোগে ২০টির অধিক মামলা আদালতে বিচারধীন রয়েছে।