গাজীপুর প্রতিনিধি :
অবশেষে পর্দা উন্মোচন হল কমিটির
দীর্ঘ প্রতীক্ষার পর সকল কল্পনার অবসান ঘটিয়ে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। পদ-পদবি ছাড়াই যারা নিরলস পরিশ্রম করে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজপথে লড়াই করে যাচ্ছেন মানুষের কল্যাণে তারা আশাহত হননি অবশেষে হাসি ফুটলো তাদের মুখে। গাজীপুর মহানগর বাসন থানায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৎপরতা ও রাজনৈতিক কর্মকাণ্ড দলকে শক্তিশালী রূপে দেখেছে জনগণ। গত ১২ মে ২০২৪ তারিখে সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল করিম ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কে নির্বাচিত করে গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন কোন পদ পদবী ছাড়াই দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আশায় ছিলাম কোন না কোন দিন এর প্রতিদান পাবো ইনশাল্লাহ পেয়ে গেছি নিরাশ করেননি জননেত্রী শেখ হাসিনা। দল আমাদের উপর যে বিশ্বাস, আস্থা রেখেছেন আমরা তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সাধারণ সম্পাদক নাজমুল বলেন- আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে তাই আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।