নিজস্ব প্রতিবেদক:
২২ জুন ২০২৪ শনিবার জেসিআই বরিশাল চ্যাপ্টারের ক্লিন ডে উদযাপন করে। সমুদ্র সৈকত কুয়াকাটা য় বিচে তারা ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেয়। প্রত্যেক সদস্য নিজস্ব টি-শার্ট পরিধান করে সমুদ্র সৈকত কুয়াকাটার বিচে ময়লা আবর্জনা পরিষ্কার করে। সারাদিনব্যাপী বিচের বিভিন্ন জায়গায় ঘুরে শেষ করে রাতে এক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সদস্যরা বলেন আমরা একদিনের জন্য এসেছিলাম পরিষ্কার করে গেলাম। এগুলো দেখানোর জন্য না। সরকারের তরফ থেকে পরিষ্কার করার জন্য লোক রয়েছে। আমরা চাই নিজে থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করুক প্রতিটি লোক। সমুদ্র সৈকত কুয়াকাটা আমাদের অহংকার ও সম্পদ। এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব।