বরগুনা প্রতিনিধি:
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা, , মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
অভিযান-০১
এরই ধারাবাহিকতায় ১৩/০৭/২০২৪ খ্রিঃ তারিখ বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানার এসআই(নি:)/মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা থানাধীন ৮নং বরগুনা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ক্রোক সাকিনস্থ থেকে ধৃত আসামী মোসাঃ কাকলী আক্তার ওরফে কলি(৩১), পিতা-শাহআলম, মাতা-হনুফা বেগম, স্বামী/স্ত্রীমোঃ বেল্লাল বয়াতী ,, এনআইডি- ৪৬২৩২৯৯৪৯৪,স্থায়ী: গ্রাম- মাইঠা (৩নং ওয়ার্ড,৬নং বুড়িরচর ইউপি,) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৪,০০,০০০ টাকা।
অভিযান-০২
এরই ধারাবাহিকতায় ১৩/০৭/২০২৪ খ্রিঃ তারিখ আমতলী এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা বরগুনার এসআই/সিদ্দিকুর সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় আমতলী কড়ইবুনিয়া থেকে ধৃত আসামী মোঃ অলি ওরফে হৃদয়(৩২), পিতা-মতলেব মোল্লা ,স্থায়ী: গ্রাম- সোনাউঠা, উপজেলা/থানা- আমতলী, জেলা -বরগুনাকে ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অভিযান-০৩
এরই ধারাবাহিকতায় ১৩/০৭/২০২৪ খ্রিঃ তারিখ বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানার এসআই(নি:)/মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা থানাধীন ২নং গৌরীচন্না ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিন লাকুরতলা ইজগেট সংলগ্ন থেকে ধৃত আসামী মোঃ হোসাইন(২৪), পিতা-মোঃ বেল্লাল মিয়া, মাতা-মোসাঃ লাভলী আক্তার, সাং-চন্দ্রা, ৯নং ওয়ার্ড, ৫নং চাওড়া ইউনিয়ন, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-পিটিআই সড়ক, ৫নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা(জাহিদুল করিম বাবু কমিশনার এর ভাড়াটিয়া বাসা), থানা ও জেলা-বরগুনাকে ১০(দশ) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।