মো:লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধি:
এসো সংকটে গড়ি মুষ্টিবদ্ধ প্রান সবাই মিলে করি অসম্প্রদায়িক রাষ্ট্র নির্মান।এই স্লোগানকে সামনে রেখে লাল সবুজ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধায় যুব নেতৃত্বে সম্প্রীতি সমাবেশ করেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সদস্য মো:আখতারুজ্জামান আসিফ,মো:জাহাঙ্গীর আলম,মো:লিংকন আহমেদ,মো:বেলাল,মোনারুল,হাসিব,নাহিদ,রাশেদ,মমিন,রেজাউন্নবি,সজিব, নাদিয়া,সুমাইয়া,রিয়া,পূর্নিমা রানী,মিলি, সুরাইয়া,রিমা,তাসলিমা,জান্নাত তাওশা,লাবন্য, নুরুন্নাহার সহ আরও অনেকে।
এসময় লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সভাপতি মো:আসিফ বলেন ধর্ম যার যার দেশ টা সবার,সহিংসতা মুক্ত বাংলাদেশ চাই এরকম আরও অনেক স্লোগান নিয়ে সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ সমাবেশের আয়োজন করা এবং জন সাধারন মানুষের মাঝে সচেতনতা মূলক আলোচনা করা।