মো: লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধি:
লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি করা হয়। উক্ত অনুষ্ঠানটি গাইবান্ধা পৌরসভার পশু হাসপাতাল রোড দক্ষিণ বানিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদ প্রাঙ্গনে হয়ে থাকে।সেখানে প্রায় শতাধিক গাছ রোপন করা হয়, তার মধ্যে ছিলো কাঠাল,আমরা,পেয়ারা,নিম ও মেহগনি গাছ।
উক্ত মসজিদের ইমাম, কমিটির সদস্য বৃন্দ ও এলাকাবাসি জানান এই মসজিদ মাঠে গাছ না থাকায় প্রচন্ড রোদের সময় নামাজ কালাম পড়তে কষ্ট হয়ে থাকে।আমরা লাল সবুজ সোসাইটি টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মসজিদ মাঠে গাছ লাগিয়ে সহযোগিতা করার জন্য।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের অন্যতম সদস্য মো:লিংকন আহমেদ,জাহাঙ্গীর আলম,আখতারুজ্জামান আসিফ, মোনারুল ইসলাম,আরিফুল ইসলাম বেলাল,ওমর ফারুক,সামিউল,তিতাস,নাহিদ,মমিন,শাহারুল,হালিম মিয়া,মোছা:লিন্তা আক্তার,নাদিয়া আক্তার,তাসলিমা আক্তার,জান্নাত তাওশা,মিলি আক্তার,পূর্নিমা রানী,সুমাইয়া আক্তার সহ আরও উপস্থিত ছিলেন উক্ত মসজিদ কমিটির সদস্য, এলাকাবাসি সহ আরও অনেকে।