আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের বহু প্রচারিত ও গণমানুষের হৃদয়ের স্পন্দন দৈনিক যশোর বার্তা পত্রিকার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ঝিকরগাছায় আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমের উক্ত আয়োজনে দৈনিক যশোর বার্তার প্রতিনিধি কেএম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দীপঙ্কর কুমার দাস, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক কল্যাণ ও আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, সাংবাদিক তারিকুজ্জামান তারিক, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সহ-সভাপতি তৌফিক রেজা টোকন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন, ফ্রেন্ডস টুয়েন্টি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহন আলী, রাফিউল ইসলাম অন্তর, কাজী মাহমুদ মুস্তাকিম নাজিব, তাসিন প্রমুখ।