মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নাগরিক সমাজ সংগঠনের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।
২৪ নভেম্বর রবিবার বিকালে পলাশবাড়ী নাগরিক সমাজ সংগঠনের আয়োজনে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্র হলরুমে অনুষ্ঠিত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী নাগরিক সমাজ সংগঠনের সদস্য ও পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম। টেকনিক্যাল কো অডিনেটর মতিয়া বেগম মুক্তি সার্বিক পরিচালনায় আয়োজিত এ সভায় মানবাধিকার,বাল্য বিবাহ প্রতিরোধ,সামাজিক অসংগতি ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে অংশগ্রহণ করেন এরিয়া কো অর্ডিনেটর সাজেদুল ইসলাম,ফিল্ড ফ্যাসিলিটের পল্লীশ্রী রওশন আলম ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,কৃষিবিদ মিজানুর রহমান,ক্যাশিয়ার নবীউল ইসলামসহ পলাশবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার আলোচনায় সমাজে মানবাধিকার সুরক্ষা,বাল্য বিবাহ প্রতিরোধে প্রচেষ্টা, সামাজিক অসংগতি দূরীকরণ, এবং নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের এইসব সমস্যার সমাধানে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরো বলেন,মানবাধিকার রক্ষা ও সমাজের অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি।
এই সভাটি নাগরিক সমাজকে সমাজ উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করেছে এবং সমাজের সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।