বিসমিল্লাহির রাহমানির রাহিম
পূর্ব নিজমাওনা দক্ষিণপাড়া মরহুম আদম আলী নিমাইয়ের স্মরণে ও সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য
মোঃ মজনু নিমাইয়ের বাড়িতে ১৬ তম বার্ষিক ওরশ মোবারক – ২০২৪ ইং।
সুধী,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আসছে আগামী ১২ ডিসেম্বর -২০২৪ ইং রোজ বৃহস্পতিবার রাত ৯ ঘটিকা হইতে পূর্ব নিজমাওনা দক্ষিণপাড়া মরহুম আদম আলী নিমাই তাঁর ছেলে মোঃ মজনু নিমাইয়ের বাড়িতে দোয়া, মিলাদ মাহ্ফিল ও তবারক বিতরনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।
নিবেদক.
মোঃ মজনু মিয়া নিমাই
পূর্ব নিজমাওনা, শ্রীপুর গাজীপুর।
শুভেচ্ছান্তে.
মোঃ আশরাফুল ইসলাম (সাংবাদিক)
শ্রীপুর প্রতিনিধি, দৈনিক বিডি ক্রাইম টাইমস।