বিনোদন ডেক্স :
প্রেমের শুরুটা হয়েছিল আজ থেকে সাত বছর আগে।বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় এক ললনার প্রেমে পড়েছিলেন প্রেমিক।তখন থেকে তার নাম হয় প্রেমিক পুরুষ । প্রেমিকের চোখে সর্বোচ্চ হারিয়ে ছিলেন প্রেমিক। ভালোবাসা মায়ার বাঁধনে আরো দৃঢ় বিশ্বাসে রুপ নেয়।শুরু হয় গভীর প্রেম। চিরদিন এক সাথে থাকার অঙ্গীকার। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি যে শুধুই আমার। জীবনে যত ঝড় আসুক না কেন আমার প্রেমিক পুরুষের হাত শক্ত করে ধরে রাখবো। কলিজার ভিতর গেঁথে রাখবো। আর কখনো তোমাকে ছেড়ে যাব না এরকম অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে এখন সে অন্যের ঘরের ঘরণী।প্রবাদে আছে “সাপ কে বিশ্বাস করো তবু নারীকে নয় ” এটাই তার বাস্তব প্রমাণ। তাইতো শত কষ্ট বেদনা বুকে নিয়ে সেই প্রেমিক পুরুষ এই বিশ্বাস ঘাতকিনির জন্মদিনে মিরপুরে কেক কেটে ব্যতিক্রমী জন্মদিন পালন করেন। এ সময় প্রেমিক পুরুষ বলেন প্রেম সুন্দর যদি দুটি মন সুন্দর হয়। আমার মনে শুধুই তার বসবাস ছিলো । তার মনে ছিলো ছলনার জাল।তাই তো অন্যের হাত ধরে আমাকে ছেড়ে দিতে তার বুক কাপে নাই।নারী বড়ই বিচিত্র।