কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) থেকে :
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নার্স সহ লোকবল সংকট এ খন চরমে পৌছেছে বলেও অভিযোগ করা হয় ওই মানববন্ধন থেকে।
বরগুনার পাথরঘাটা উপজেলার ১লক্ষ ৭৮হাজার ৮’শ ৯৩জন মানুষ এবং বঙ্গোপসাগরে অবস্থানরত হাজার হাজার মৎস্যজীবী ও পার্শ্ববর্তী প্রায় ৪টি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের জনসাধারনসহ প্রায় ৩ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা চলছে মাত্র ১জন ডাক্তারের সাহায্যে!
১৭ ডিসেম্বরর সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটা শহরের একটি মানববন্ধন থেকে বক্তারা বলেন, ১জন ডাক্তার দিয়ে একধরনের খুড়িয়ে খুড়িয়ে চলছে বরগুনার পাথরঘাটা উপজেলার ভুক্তভোগী জনসাধারণের চিকিৎসাসেবা। শুধু ডাক্তার নয়। সংকট নার্সসহ হাসপাতালের অন্যান্য গুরত্বপূর্ণ পদগুলিও। এঅবস্থা চলছে দীর্ঘদিন ধরে। নরছে না সংশ্লিষ্ট স্বস্থ্যবিভাগের উর্ধতন কর্তৃপক্ষের টনক।
পাথরঘাটার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পাথরঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মির্জা সহিদুল ইসলাম খালেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকর্মী ও মানববন্ধনের আয়োজক মেহেদী সিকদার,বক্তব্য রাখেন এড.নূরুল ইসলাম,সাংবাদিক আমিন সোহেল, যুবনেতা ও সমাজকর্মী মেসাল আহমেদ,মারুফ চৌধিরী,আরাফাত রহমান অভি,গিয়াস উদ্দিন, সোহেন এরফান,এসমে সিকদার,ইন্জিনিয়ার হাসিব বিল্লাহ্,ছাত্রনেতা রাকিব আহসান, জামাল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং সুশীল সমাজের প্রতিনিধিগন।
মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড-ফেস্টুন নিয়ে দারিয়ে ঘটনার সুষ্ঠ সমাধানের দাবী তোলা হয়। বলা হয় ডাক্তার না দিতে পারলে হাসপাতাল বন্ধ করে দিন!” পাশাপাশি এখানকার অপারেশন থিয়েটার আবার চালু করাসহ অভিজ্ঞ চিকিৎসক দেয়ারও দাবী তোলেন বক্তারা। মানববন্ধন থেকে হাসপাতালের নানা সমস্যা সংকট সংক্রান্ত ৮দফা দাবী তুলে ধরা হয়