আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি’র উদ্যেগে ও ঝিকরগাছা প্রেসক্লাবের সহযোগিতায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় স্থানী রেল স্টেশনে বিভিন্ন সংগঠনের একাত্মতা প্রকাশমূলক অংশগ্রহণে বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন টি ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত পালিত হয়। ঢাকা বেনাপোল রুটে নতুন ট্রেন “রূপসী বাংলা” যা নড়াইল হয়ে ঢাকা-যশোর-বেনাপোল রুটে নিয়মিত চলাচল করবে এই ট্রেনটি এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হুমাযুন কবির, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এমআর মাসুদ, তারিক মাহমুদ, আফজাল হোসেন চাঁদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ইদ্রিস আলী, রাফিউল ইসলাম, আমিরুল ইসলাম জীবন, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখা’র ব্যানারে শামিল হন মোনাজ্জেল হোসেন লিটন, নাজমুল হক নাজু, আরাফাত কল্লোল, শাহাজাহান আলী, আরাফাত কোমল, নজরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ঝিকরগাছা মৎস্য ব্যবসায়ী সমিতি, ইউনিটি ক্লাব বাংলাদেশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন, মির মালিক সমিতি, জননী সুপার মার্কেট, ঝিকরগাছা বাজার হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।
ঝিকরগাছায় শীতবস্ত্র বিতরণ করলেন জামায়াতের মনোনীত প্রার্থী আরশাদুল আলম
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় শীতবস্ত্র বিতরণ করলেন যশোর-২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ৫০০টি কম্বল ও ২৫০টি চাদর বিতরণ করেছেন। মঙ্গলবার (২৪ডিসেম্বর) বিকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারী নজরুল ইসলাম খান, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার শেখ আব্দুর রকিম, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।