1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ – ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর কিশোরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আজাদকে কোন মামলা ছাড়াই গ্রেফতার ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জলঢাকায় আগমন উপলক্ষে চলছে খুশির অ্যামেজ শুভ উদ্বোধন সিলেট শাহজালাল রেস্টুরেন্ট-মুনসুরা-কাতার ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জলঢাকায় আগমন উপলক্ষে চলছে খুশির এ্যমেজ গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন জেলা প্রশাসকের সাথে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তালতলীতে ফারিয়ার সভাপতি আবুল বাশার ও সম্পাদক শাহীন আলম পুনর্নির্বাচিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

রংপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণিল সমাপনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে রংপুর ক্যাডেট কলেজের ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী দিবসের ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কলেজ মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এর আগে বেলা আড়াইটা থেকে শুরু হয় প্রতিযোগিতার সমাপনী ক্রীড়ানুষ্ঠান। এতে ক্রীড়াবিদদের কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা, মনোজ্ঞ ডিসপ্লে (প্রদর্শনী), বালিশ বদল ও রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে পুরস্কার বিতরণ পর্বে বক্তব্য রাখেন রংপুর ক্যাডেট কলেজ অধ্যক্ষ লে. কর্ণেল মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. সেলিম হোসেন, এ্যাডজুটেন্ট মেজর মো. সাইদুল হক, মেডিকেল অফিসার মেজর মো. শাফাত চৌধুরী। এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, অনুষদ সদস্য, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, সেনাসদর এজি শাখা (সমন্বয়) কর্তৃক পরিচালিত দেশের ক্যাডেট কলেজগুলোতে অভিন্ন পরিবেশে শিক্ষার্থী ক্যাডেটরা হয়ে ওঠে চৌকষ, নিষ্ঠাবান ও নিয়মানুবর্তী। দেশের সাধারণ শিক্ষাব্যবস্থার মাঝে থেকেও এখানে সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলাসহ সহশিক্ষামূলক কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। ফলে ক্যাডেট কলেজ থেকে শিক্ষা অর্জন করে প্রাক্তন ক্যাডেটরা সামরিক বাহিনীসহ দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।

পরে প্রধান অতিথি সারা বছর ধরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতাসহ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস বিজয়ী ও ওমর ফারুক হাউস উপবিজয়ী এবং ২০২৪ সালে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস সার্বিকভাবে বিজয়ী হাউস ও তিতুমীর হাউস সার্বিকভাবে উপবিজয়ী হাউস হওয়ার গৌরব অর্জন করে।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও ব্যানার ও পতাকায় সুসজ্জ্বিত ছিল কলেজ ক্যাম্পাস। কুয়াশা ঢাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা নামার আগ পর্যন্ত ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণোচ্ছল হয়ে ক্যাডেটরা ছিল নির্মল আনন্দে উদ্বেলিত ও উজ্জীবিত। এই পুরো আয়োজনের মধ্য দিয়ে ক্যাডেটরা দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার শপথে প্রত্যয়দীপ্ত হয়। 

এর আগে গত ১৯ ডিসেম্বর রংপুর ক্যাডেট কলেজর ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং