কাতার প্রতিনিধি-মোস্তাক আহমেদ বাপ্পি :
কাতারের রাজধানী দোহায় গোলাপফুল সুপারমার্কেটের ২য় তলায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান “মোস্তাফা আমির ফয়সাল মোজাদ্দেদী ” মহোদয়ের আবির্ভাব দিবস উপলক্ষে – মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে জাকের পার্টির কাতার শাখা।
অনুষ্ঠানে দোহা শাখার সভাপতি আজিজুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন, রাশেদ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন , জাকের পার্টি কাতার শাখার সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথী ছিলেন- প্রস্তাবিত সহ-সভাপতি তাজুল ইসলাম শাহীন , যুগ্ন-সাধারন সম্পাদক আশ্রাফুল আলম রহিম ,হাসান শাহজী , জুয়েল আহমেদ , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান , আক্তার মিয়া ,প্রচার সম্পাদক সুমন মিয়া,ইকবাল শেখ প্রমুখ।
বক্তারা দেশ ও জাতির কল্যানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়সাল মোজাদ্দেদী ছাহেব ও ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল মোজ্জাদ্দেদী ছাহেবের আদর্শ ,লক্ষ, ও আগামীদিনে জাকের পার্টি কর্মকান্ড তুলে ধরেন।