1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
Title :
প্রতি মাসে ৩ শত ১৭ কোটি ১০ লক্ষ টাকা চুরি! বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লাশ নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও দুই জন আহত বামনায় ৪৬ তম জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ মে দিবসের চেতনা হারিয়ে যেতে দেব না, সভাপতি মোঃ শফিউল আলম প্রধান নির্বাচন কমিশনার বনাম জাতীয় নির্বাচন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ চব্বিশ জনের প‍্যানেল চাই বাউফলে সেই সংঘর্ষে আহত বৃদ্ধের অবশেষে মৃত্যু কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা নিষিদ্ধ জমি সংক্রান্ত বিরোধে সাবেক ছাত্রদল নেতা খুন

আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকোর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক :

মাগুরা জেলার মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকোর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি তুলেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা । শিক্ষকরা অভিযোগ করেন, পলাতক সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এর একান্ত আস্থাভাজন হিসেবে পরিচয় দিতেন অধ্যক্ষ যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো।
নিজের পছন্দের শিক্ষক, তার মুখপাত্র পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম বিশ্বাস, অধ্যক্ষের সহধর্মিণী প্রভাষক সালমা বিনতে মাহবুব সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে তিনি গড়ে তোলেন একটি সিন্ডিকেট। তিনি শিক্ষক -কর্মচারীদের উপর দমন- পীড়ন চালাতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অধ্যক্ষর বিরুদ্ধে সবাই সরব হন। বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে তাঁরা বলেন, স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজ প্রতিষ্ঠাতার আশ্বাসে ৫ আগস্ট এর পরও তিনি কলেজে আসলে বৈষম্যবিনোধী ছাত্রছাত্রীরা অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে দেন, পরবর্তীতে প্রতিষ্ঠাতার সমঝোতায় অধ্যক্ষ কলেজে না আসার শর্তে ছাত্ররা রুম খুলে দেন। পলাতক আসামি অধ্যক্ষ এবং অফিস ক্লার্ক পিকিং গুহ কলেজে না এসেও কিভাবে দীর্ঘদিন হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন এবং বেতন উত্তোলন করেছে।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ,কলেজ গভর্নিংবডির সভাপতি সাবেক এমপি শ্রী বীরেন শিকদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে ২০ থেকে ২৫ লক্ষ টাকার লক্ষ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে ২০১৮ সালে অধ্যক্ষ হিসেবে জি এম শওকত বিপ্লব রেজাকে নিয়োগ নেন। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেতে হলে ১৫ বছরের অভিজ্ঞতা লাগে কিন্তু যে নিয়োগ সার্কুলারের আবেদনের প্রেক্ষিতে তাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় তখন তার ১৫ বছরের অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ তার আবেদন করার যোগ্যতাই ছিল না। শুরু হয় কলেজের অর্ধঃপতন ও ব্যাপক আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহারসহ, নানা অর্থনৈতিক অনিয়মের মহোৎসব।
তিনি দায়িত্ব গ্রহণের পর কলেজ ফান্ডের অর্থ দিয়ে নিজের ব্যক্তিগত দামি মোবাইল ফোন, অধ্যক্ষের রুমের সংস্কার এবং সিসি ক্যামেরা লাগিয়ে রাজত্ব শুরু করেন। সরকারি অর্থ ছাড়াও বাড়ি ভাড়ার নামে কলেজের ইন্টার এবং অনার্স দুই ফান্ড থেকে নিয়মিতভাবে বেতন নেন,যেটা নিয়ম বহির্ভূত।
বিশ্বস্ত পিয়ন সিরাজকে ক্লার্কের দায়িত্ব দিয়ে ইন্টার ও ডিগ্রী শাখার টাকা এবং আরেক বিশ্বস্ত ক্লার্ক পিকিং গুহকে দিয়ে অনার্স শাখার টাকা তোলা হয়, যে টাকার অধিকাংশ অধ্যক্ষের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অফিস কলেজ প্রশংসাপত্র বাবদ ২০০ টাকা, সার্টিফিকেট বাবদ ২০০ টাকা, এডমিট কার্ড বিতরণ ১০০ টাকা ছাত্র-ছাত্রীদের থেকে আদায় করেন, যা কলেজের আয়ের হিসাবের বাইরে থাকে।২০২০ সালে অটোপাশ ছাত্রছাত্রীদের বোর্ড যে টাকা ফেরত দেয়,তা থেকে জনপ্রতি ২০০ টাকা প্রশংসা বাবদ কেটে রাখে যা কলেজ ফান্ডে জমা হয়নি।
সাবেক অধ্যক্ষ মতিউর রহমানের যত্নে গড়া বড় বড় গাছ কেটে ১০০ সেফটি কাঠ অধ্যক্ষ বাড়িতে নিয়ে যান,যার কিছু কাঠ এখনও সাইন্স বিল্ডিং এর দুটো ক্লাস রুমে ক্লাস অফ করে তালাবদ্ধ করে রেখে দিয়েছেন।কলেজের দোকান ভাড়া, পুরাতন হোস্টেল বিক্রি,পুকুর খননের ১৫০ ট্র্যাক মাটি বিক্রি, পুকুর লিজ, চাষের জমি লিজের টাকা কলেজ ফান্ডে জমা হয়নি।শিক্ষা সফরের বেঁচে যাওয়া টাকা তিনি শিক্ষা সফর কমিটির সভাপতির কাছ থেকে চাপ দিয়ে আদায় করে আত্মসাৎ করেন।
অনার্স শিক্ষকরা বলেন,অনার্স শাখার এক ম্যাডামের দুই বছরের বেতন ক্লার্ক পিকিং এবং অধ্যক্ষ স্বাক্ষর দিয়ে মোট ২,৭০,০০০ টাকা তুলে নেন।করোনাকালীন সময় অনার্স শিক্ষকদের বেতন বাবদ চেকের মাধ্যমে প্রতিমাসে ৭০/৮০ হাজার করে ১২ মাসে মোট ৯/১০ লক্ষ টাকা উত্তোলন করা হয়,যা শিক্ষকদের দেওয়া হয়নি ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করেন। উপজেলা প্রশাসনকে দুই তরফা লিখিত অভিযোগ দেওয়া হলেও ইউএনও রামানন্দ পাল ও পলাশ মন্ডল কোন পদক্ষেপ নেননি।বিভিন্ন শিক্ষা প্রকল্প এবং উপজেলা পরিষদ থেকে বরাদ্দের টাকা উল্লেখযোগ্য কাজ না করে নাম মাত্র কমিটির মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের জনপ্রতি ৫০/৬০ হাজার টাকার মাধ্যমে যোগদান করিয়াছেন। ১৪ লক্ষ করে মোট ৫৬ লক্ষ টাকার বিনিময়ে কলেজে ৪ জন পিয়ন নিয়োগ দেন,যে টাকা অধ্যক্ষ ও সভাপতি ভাগাভাগি করে নেন। এছাড়াও গভর্নিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য বীরেন শিকদার ও তার ভাই বিমল শিকদারকে দিয়ে বিভিন্ন ভৌতিক বিলের অনুমোদন নেন এবং চেকের মাধ্যমে টাকা তুলেন।তারা আরও বলেন,কলেজের চারটা ব্যাংক একাউন্টে দেড় থাকে দুই কোটি থাকার কথা থাকলেও ব্যাংকে তেমন কোন টাকা নেই।গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান ও ইচ্ছামতন খরচ করে। অধ্যক্ষ যুবলীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি হওযায়, কলেজ প্রাঙ্গনে কলেজের অর্থ দিয়ে মাঝে মাঝে দলীয় প্রোগ্রাম করতেন এবং গভর্নিং বডির সভাপতি, রাজনৈতিক নেতানেত্রী, ও সাংবাদিকদের ভুড়িভোজ করাতেন,বেঁচে থাকা খাবার শিক্ষক কর্মচারীদের খাওয়াতেন । অবসরে যাওয়া শিক্ষকদের প্রাপ্য অর্থ প্রদানে গড়িমসি।কর্মচারীদের দিয়ে তার ব্যক্তিগত বাজার- ঘাটসহ অন্যান্য কাজ করাতেন।
শিক্ষক – কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী, স্থানীয়রা ও কলেজ ছাত্রদলের সেক্রেটারি হিমুর ভাষ্যমতে, অধ্যক্ষ ৬ বছরে কলেজের প্রত্যেকটি সেক্টরে নানাবিধ আর্থিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক খেকে দেড় কোটি টাকা আত্নসাৎ করেছেন।গড়ে তুলেছেন আলিশান বাড়ি, গাড়ি, খামারসহ অনেক কিছু।আর তার অনিয়ম দুর্নীতির কম্পিউটার কাগজ করে সহযোগিতা করেছেন কলেজের অফিস সহকারী কম্পিউটার ম্যান মোঃ শাহাদাত হোসেন।
নিয়ম অনুযায়ী গভর্নিং বডির সভা প্রতিষ্ঠানে হওয়ার কথা থাকলেও ৫ আগস্টের পরও সকল সভা করেছেন অধ্যক্ষ ও স্বৈরাচার দোসর ইউএনও, সভাপতি পরাশ মন্ডলের বাসায় ও অফিসে। সেখানেই ১৭ লাখ টাকার দুর্নীতি, বিনা নোটিশে তার ইন্ডিয়া ভ্রমণ, অফিসের ক্লার্ক সেলিমের এক বছর অস্ট্রেলিয়া ভ্রমণ ও বন্ধ হয়ে যাওয়া বেতন পাস সহ নানাবিদ দুর্নীতি বৈধ করার মিটিং চলমান অবস্থায় ইউএনও ও পলাতক অধ্যক্ষ জনরোষে পড়েন,পরে বিএনপি নেতা কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান কাবুলের ছেলে তানজির রহমান সোহাগ মোটরসাইকেল যোগে তাকে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছেদেন ।
এ প্রসঙ্গে,কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল বলেন:- আমি প্রতিষ্ঠাতা হলেও বিগত সরকারের আমলে আমার কোনো মূল্যায়ন করা হয়নি। অপমানিত বোধ করায় আমি নিজে থেকে দূরে সরে যাই । আপনাদের অভিযোগগুলো যা বললেন ওই গুলো ওপেন সিক্রেট আমাকে আবার নতুন করে বলতে হবে না। নানান আর্থিক অনিয়ম দুর্নীতি সবার মুখে মুখে যা আমার মুখ থেকে নতুন করে শুনার প্রয়োজন নাই। এলাকার সবাই জানে আমিও অনেক অভিযোগ শুনেছি। অধ্যক্ষ অনেকের কাছ থেকে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে লাভবান হয়েছে। গাছ, পুরোনো হোস্টেল সহ নানা আর্থিক অনিয়ম এর সাথে সে যুক্ত ছিল। সর্বশেষ সে যখন জনরোষে পড়ে আমি আমার ছেলেকে দিয়ে তাকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেই যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এ প্রসঙ্গে, মুহাম্মদপুর থানায় ইউ এন ও (চলতি দায়িত্বরত) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ দায়িত্বে নতুন এসেছি আমার তেমন কিছু জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।
মার্ডার মামলার আসামী অধ্যক্ষ বিপ্লব রেজা বিকোর সাথে সরাসরি ও মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মাগুরা জেলার মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকোর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি তুলেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা । শিক্ষকরা অভিযোগ করেন, পলাতক সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এর একান্ত আস্থাভাজন হিসেবে পরিচয় দিতেন অধ্যক্ষ যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো।
নিজের পছন্দের শিক্ষক, তার মুখপাত্র পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম বিশ্বাস, অধ্যক্ষের সহধর্মিণী প্রভাষক সালমা বিনতে মাহবুব সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে তিনি গড়ে তোলেন একটি সিন্ডিকেট। তিনি শিক্ষক -কর্মচারীদের উপর দমন- পীড়ন চালাতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অধ্যক্ষর বিরুদ্ধে সবাই সরব হন। বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে তাঁরা বলেন, স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজ প্রতিষ্ঠাতার আশ্বাসে ৫ আগস্ট এর পরও তিনি কলেজে আসলে বৈষম্যবিনোধী ছাত্রছাত্রীরা অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে দেন, পরবর্তীতে প্রতিষ্ঠাতার সমঝোতায় অধ্যক্ষ কলেজে না আসার শর্তে ছাত্ররা রুম খুলে দেন। পলাতক আসামি অধ্যক্ষ এবং অফিস ক্লার্ক পিকিং গুহ কলেজে না এসেও কিভাবে দীর্ঘদিন হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন এবং বেতন উত্তোলন করেছে।
শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ,কলেজ গভর্নিংবডির সভাপতি সাবেক এমপি শ্রী বীরেন শিকদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে ২০ থেকে ২৫ লক্ষ টাকার লক্ষ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে ২০১৮ সালে অধ্যক্ষ হিসেবে জি এম শওকত বিপ্লব রেজাকে নিয়োগ নেন। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেতে হলে ১৫ বছরের অভিজ্ঞতা লাগে কিন্তু যে নিয়োগ সার্কুলারের আবেদনের প্রেক্ষিতে তাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় তখন তার ১৫ বছরের অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ তার আবেদন করার যোগ্যতাই ছিল না। শুরু হয় কলেজের অর্ধঃপতন ও ব্যাপক আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহারসহ, নানা অর্থনৈতিক অনিয়মের মহোৎসব।
তিনি দায়িত্ব গ্রহণের পর কলেজ ফান্ডের অর্থ দিয়ে নিজের ব্যক্তিগত দামি মোবাইল ফোন, অধ্যক্ষের রুমের সংস্কার এবং সিসি ক্যামেরা লাগিয়ে রাজত্ব শুরু করেন। সরকারি অর্থ ছাড়াও বাড়ি ভাড়ার নামে কলেজের ইন্টার এবং অনার্স দুই ফান্ড থেকে নিয়মিতভাবে বেতন নেন,যেটা নিয়ম বহির্ভূত।
বিশ্বস্ত পিয়ন সিরাজকে ক্লার্কের দায়িত্ব দিয়ে ইন্টার ও ডিগ্রী শাখার টাকা এবং আরেক বিশ্বস্ত ক্লার্ক পিকিং গুহকে দিয়ে অনার্স শাখার টাকা তোলা হয়, যে টাকার অধিকাংশ অধ্যক্ষের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অফিস কলেজ প্রশংসাপত্র বাবদ ২০০ টাকা, সার্টিফিকেট বাবদ ২০০ টাকা, এডমিট কার্ড বিতরণ ১০০ টাকা ছাত্র-ছাত্রীদের থেকে আদায় করেন, যা কলেজের আয়ের হিসাবের বাইরে থাকে।২০২০ সালে অটোপাশ ছাত্রছাত্রীদের বোর্ড যে টাকা ফেরত দেয়,তা থেকে জনপ্রতি ২০০ টাকা প্রশংসা বাবদ কেটে রাখে যা কলেজ ফান্ডে জমা হয়নি।
সাবেক অধ্যক্ষ মতিউর রহমানের যত্নে গড়া বড় বড় গাছ কেটে ১০০ সেফটি কাঠ অধ্যক্ষ বাড়িতে নিয়ে যান,যার কিছু কাঠ এখনও সাইন্স বিল্ডিং এর দুটো ক্লাস রুমে ক্লাস অফ করে তালাবদ্ধ করে রেখে দিয়েছেন।কলেজের দোকান ভাড়া, পুরাতন হোস্টেল বিক্রি,পুকুর খননের ১৫০ ট্র্যাক মাটি বিক্রি, পুকুর লিজ, চাষের জমি লিজের টাকা কলেজ ফান্ডে জমা হয়নি।শিক্ষা সফরের বেঁচে যাওয়া টাকা তিনি শিক্ষা সফর কমিটির সভাপতির কাছ থেকে চাপ দিয়ে আদায় করে আত্মসাৎ করেন।
অনার্স শিক্ষকরা বলেন,অনার্স শাখার এক ম্যাডামের দুই বছরের বেতন ক্লার্ক পিকিং এবং অধ্যক্ষ স্বাক্ষর দিয়ে মোট ২,৭০,০০০ টাকা তুলে নেন।করোনাকালীন সময় অনার্স শিক্ষকদের বেতন বাবদ চেকের মাধ্যমে প্রতিমাসে ৭০/৮০ হাজার করে ১২ মাসে মোট ৯/১০ লক্ষ টাকা উত্তোলন করা হয়,যা শিক্ষকদের দেওয়া হয়নি ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করেন। উপজেলা প্রশাসনকে দুই তরফা লিখিত অভিযোগ দেওয়া হলেও ইউএনও রামানন্দ পাল ও পলাশ মন্ডল কোন পদক্ষেপ নেননি।বিভিন্ন শিক্ষা প্রকল্প এবং উপজেলা পরিষদ থেকে বরাদ্দের টাকা উল্লেখযোগ্য কাজ না করে নাম মাত্র কমিটির মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের জনপ্রতি ৫০/৬০ হাজার টাকার মাধ্যমে যোগদান করিয়াছেন। ১৪ লক্ষ করে মোট ৫৬ লক্ষ টাকার বিনিময়ে কলেজে ৪ জন পিয়ন নিয়োগ দেন,যে টাকা অধ্যক্ষ ও সভাপতি ভাগাভাগি করে নেন। এছাড়াও গভর্নিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য বীরেন শিকদার ও তার ভাই বিমল শিকদারকে দিয়ে বিভিন্ন ভৌতিক বিলের অনুমোদন নেন এবং চেকের মাধ্যমে টাকা তুলেন।তারা আরও বলেন,কলেজের চারটা ব্যাংক একাউন্টে দেড় থাকে দুই কোটি থাকার কথা থাকলেও ব্যাংকে তেমন কোন টাকা নেই।গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান ও ইচ্ছামতন খরচ করে। অধ্যক্ষ যুবলীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি হওযায়, কলেজ প্রাঙ্গনে কলেজের অর্থ দিয়ে মাঝে মাঝে দলীয় প্রোগ্রাম করতেন এবং গভর্নিং বডির সভাপতি, রাজনৈতিক নেতানেত্রী, ও সাংবাদিকদের ভুড়িভোজ করাতেন,বেঁচে থাকা খাবার শিক্ষক কর্মচারীদের খাওয়াতেন । অবসরে যাওয়া শিক্ষকদের প্রাপ্য অর্থ প্রদানে গড়িমসি।কর্মচারীদের দিয়ে তার ব্যক্তিগত বাজার- ঘাটসহ অন্যান্য কাজ করাতেন।
শিক্ষক – কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী, স্থানীয়রা ও কলেজ ছাত্রদলের সেক্রেটারি হিমুর ভাষ্যমতে, অধ্যক্ষ ৬ বছরে কলেজের প্রত্যেকটি সেক্টরে নানাবিধ আর্থিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক খেকে দেড় কোটি টাকা আত্নসাৎ করেছেন।গড়ে তুলেছেন আলিশান বাড়ি, গাড়ি, খামারসহ অনেক কিছু।আর তার অনিয়ম দুর্নীতির কম্পিউটার কাগজ করে সহযোগিতা করেছেন কলেজের অফিস সহকারী কম্পিউটার ম্যান মোঃ শাহাদাত হোসেন।
নিয়ম অনুযায়ী গভর্নিং বডির সভা প্রতিষ্ঠানে হওয়ার কথা থাকলেও ৫ আগস্টের পরও সকল সভা করেছেন অধ্যক্ষ ও স্বৈরাচার দোসর ইউএনও, সভাপতি পরাশ মন্ডলের বাসায় ও অফিসে। সেখানেই ১৭ লাখ টাকার দুর্নীতি, বিনা নোটিশে তার ইন্ডিয়া ভ্রমণ, অফিসের ক্লার্ক সেলিমের এক বছর অস্ট্রেলিয়া ভ্রমণ ও বন্ধ হয়ে যাওয়া বেতন পাস সহ নানাবিদ দুর্নীতি বৈধ করার মিটিং চলমান অবস্থায় ইউএনও ও পলাতক অধ্যক্ষ জনরোষে পড়েন,পরে বিএনপি নেতা কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান কাবুলের ছেলে তানজির রহমান সোহাগ মোটরসাইকেল যোগে তাকে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছেদেন ।
এ প্রসঙ্গে,কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল বলেন:- আমি প্রতিষ্ঠাতা হলেও বিগত সরকারের আমলে আমার কোনো মূল্যায়ন করা হয়নি। অপমানিত বোধ করায় আমি নিজে থেকে দূরে সরে যাই । আপনাদের অভিযোগগুলো যা বললেন ওই গুলো ওপেন সিক্রেট আমাকে আবার নতুন করে বলতে হবে না। নানান আর্থিক অনিয়ম দুর্নীতি সবার মুখে মুখে যা আমার মুখ থেকে নতুন করে শুনার প্রয়োজন নাই। এলাকার সবাই জানে আমিও অনেক অভিযোগ শুনেছি। অধ্যক্ষ অনেকের কাছ থেকে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে লাভবান হয়েছে। গাছ, পুরোনো হোস্টেল সহ নানা আর্থিক অনিয়ম এর সাথে সে যুক্ত ছিল। সর্বশেষ সে যখন জনরোষে পড়ে আমি আমার ছেলেকে দিয়ে তাকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেই যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এ প্রসঙ্গে, মুহাম্মদপুর থানায় ইউ এন ও (চলতি দায়িত্বরত) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ দায়িত্বে নতুন এসেছি আমার তেমন কিছু জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।
মার্ডার মামলার আসামী অধ্যক্ষ বিপ্লব রেজা বিকোর সাথে সরাসরি ও মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং