বিশেষ প্রতিনিধি, গিয়াস উদ্দিন আহমেদ রানা
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১.৩০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন, সহকারীর কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির (মাষ্টার), কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাহামুদল হাসান,কালীগঞ্জ ইমাম পরিষদ, গাজীপুর এর সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন ( গাজীপুরী), কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রধান,এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকরী কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, আরো ছিলেন আমাদের গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা নিষিদ্ধ করে বলেন মাদক বিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদক মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। কালীগঞ্জের কোথাও অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পেলে তাদের বিরুেদ্ধে কঠোর ভূমিকা নেয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে সুপারিশ না করার জন্য অনুরোধ জানান। আরো কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসিকে নির্দেশ প্রদান করেন তিনি যেন মাদকের বিরুদ্ধে দ্রুত একশন নিতে পারেন এবং সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা কে বলেন তারা যেন চোরাই ভাবে কেউ মাটি না কাটিতে পারে তার ব্যাপারে নজরদারি রাখতে হবে এবং বিভিন্ন দলের নেতা বিন্দুদের বিশেষভাবে অনুরোধ করিয়া বললেন আপনারা আমার এই সিদ্ধান্তর উপরে কোন সুপারিশ বা কোন অনুরোধ করিবেন না এরই সাথে বলেন আপনারা মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত একটি দেশ গরে তোলার লক্ষ্যে আমাকে এবং সরকারি কর্মকর্তাদের কাজে সাহায্য করিবেন এবং আপনারাও মাদক মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আমি আশা করছি। কালিগঞ্জ উপজেলার সমস্ত সরকারি কর্মকর্তাবৃন্দ এতে একমত জানিয়েছেন এবং বিভিন্ন দলের নেতা বিন্দুরাও একই সাথে মত দেন যে আমরা আপ্রাণ চেষ্টা করিব কালিগঞ্জ উপজেলার মাদক ও সন্ত্রাস ও চোরাই ভাবে মাটি কাটা বন্ধ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করিব এবং আমরা এই কালিগঞ্জ উপজেলা সুনাম রক্ষা করব।।