মো: আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নির্দেশনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ এবং জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৪ মে ২০২৫, বিকাল ৩টায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার কার্যালয়ে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ১ মে থেকে ৭ মে পর্যন্ত পালিতব্য ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
জৈনাবাজার ফুট ওভার ব্রিজ থেকে শুরু হয়ে তরী রেস্টুরেন্টের সামনে এসে র্যালিটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতিকুর রহমান (এলএল.বি), সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন আকন্দ, প্রচার সম্পাদক উমর ফারুক মাহি, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম, দপ্তর সম্পাদক রিপন আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আজাহার সরকার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার ও মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতা অতীব গুরুত্বপূর্ণ। মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদে কারও ব্যক্তিজীবন ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য তারা সংবাদ প্রকাশে যথাযথ বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সাংবাদিকদের সমাজে গণমাধ্যমের প্রভাবের কথা উল্লেখ করেন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। অসত্য সংবাদ প্রকাশের ফলে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তারা গণমাধ্যমে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। শোভাযাত্রায় অংশগ্রহণ কারীরা স্লোগানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।
সভাপতি আব্দুল বাতেন বাচ্চু বলেন, “গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদেশের মতো শ্রীপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে।