কাতার প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি
কাতারে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের অভিষেক ২০২৫ দোহার একটি অভিজাত রেস্টুরেন্টে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
যুগ্ম-সাধারন সম্পাক আতিক আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ সংসদীয় আসনের সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।আর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মোঃ আবু ছায়েদ।
ফোরামের প্রধান উপদেষ্টা কাতার বিএনপি’র সহ সভাপতি হাবিবুর রহমান ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি ঘোষণা করেন,এতে- সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ’কে সভাপতি ও সেলিম খান’কে সাধারণ সম্পাদক ও আব্দুর ওয়াধুদ খোকন’কে সাংগঠনিক সম্পাদক করে
১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্যারা হলেন,সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম স্বপন ও অর্থ সম্পাদক শফিক তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির নেতা সিরাজুল ইসলাম মোল্লা,জাহাঙ্গীর আলম ভূঁইয়া,গোলাম সারোয়ার মিশু, হাসান আহমদ, আব্দুল হামিদ,সাইফুর রহমান তালুকদার,আহমেদ নবী নোমান,আব্দুর রব,সিয়াম খানসহ বিভিন্ন ফোরামের নেতাকর্মীরা।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।