1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার (সচিব)দূর্নীতির বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে আওয়ামী লীগের দোসর ফারুক বহাল তবিয়তে, এর খুটির জোর কোথায়? ৪৪ তম বিসিএস এর চুড়ান্ত ফল প্রকাশ,সুপারিশ প্রাপ্ত ১৬৯০ গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা না পেয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ হাইড্রোলিক হর্ণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বরগুনায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু অভিযোগ  ———– নিখোঁজ সংবাদ ———- জলঢাকায় এস৪টি সেচ প্রকল্পে উন্নয়নের ছোঁয়া এবং নির্ধারিত সময় পাচ্ছেন পানি সহ বিভিন্ন সুবিধা এনসিপি’র নীলফামারী জেলার নব গঠিত কমিটির পরিচিতি সভা

স্ত্রীর মামলায় গ্রেফতারী পরোয়ানার খবর পেয়ে স্ত্রী শাবনুর সহ শ্বশুর কে প্রাননাশের হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেফতারী পরোয়ানার খবর পেয়ে পলাতক স্বামী স্ত্রী শাবনুর কে প্রান নাশের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের সাগরদী রোডের ৫ নং ওয়ার্ডে।

২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় পৌর শহরের সাগরদী রোড ৫ নং ওয়ার্ডের মো. হারুন গাজীর মেয়ে মোসা. শাবনুর আক্তার (২৪) এর দায়ের করা একটি মামলায় তার স্বামী মো. হাসান সিকদার (২৮) এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত। গত ২৭ এপ্রিল/২০২৫ ইং তারিখে গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে মো. হাসান সিকদারের বিরুদ্ধে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আদালত চৌকি এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. আল মামুন। মামলা দায়েরের খবর পেয়ে আসামী মো. হাসান সিকদার তার বাড়ি ছেড়ে পালিয়ে ঢাকা গাজীপুরের জয়দেবপুর এলাকায় আত্মগোপনে রয়েছে এবং মোবাইল ফোনে বাদী (তার স্ত্রী) শাবনুর ও শ্বশুর মো. হারুন গাজী কে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

মোসা. শাবনুর আক্তার বাদী হয়ে তার স্বামী মো. হাসান সিকদারের বিরুদ্ধে গত ০২ জানুয়ারী-২০২৫ ইং তারিখ আদালতে এ মামলাটি দায়ের করেন। যার সি.আর মোকদ্দমা নং-০২/২০২৫। মামলার এজাহার সূত্রে ও মামলার বাদী শাবনুর আক্তারের কাছ থেকে জানা যায়, গত ২০/০৫/২০১৫ ইং তারিখে ইসলামী শরা শরীয়ত মোতাবেক মো. হাসান সিকদারের সহিত মোসা. শাবনুর আক্তারের বিবাহ হয়। বিবাহের সময় শাবনুর আক্তারের পিত্রালয় থেকে মেয়ের সুখের জন্য প্রায় ৫ লক্ষ টাকার অধিক স্বর্ণালংকার ও আসবাবপত্র উপহার দেন। বিয়ের কিছু দিন যেতে না যেতেই ব্যবসা করার অযুহাতে শাবনুর আক্তারের পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য শাবনুর আক্তারকে চাপ প্রয়োগ করলে শাবনুর আক্তারের বাবা হারুন গাজী তারা মেয়ের জামাই হাসান সিকদারকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দেন।

কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই পুনরায় যৌতুকের জন্য শাবনুর আক্তারকে মানষিক ও শারীরিক ভাবে নির্মম নির্যাতন করতে থাকে স্বামী হাসান সিকদার ও তার পরিবারের লোকজন। অবশেষে যৌতুকের জন্য নির্যাতন করে শাবনুর আক্তারকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এতেও ক্ষ্যান্ত হয়নি হাসান সিকদার। শাবনুর আক্তারের পিত্রালয়ে এসে যৌতুকের জন্য ফের মারধর করে তাকে নিয়ে ঘর সংসার করবেনা বলে হুমকি দিয়ে চলে যায় হাসান সিকদার। এর পর থেকে স্ত্রীর কোন খোঁজখবর নেয়নি এমনকি ভরণ পোষনের জন্য কোন খরচও পাঠাননি হাসান সিকদার। শাবনুর আক্তার তার স্বামীর সংসারে ফিরে যেতে বিজ্ঞ আদালত সহ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেও কোন ফল না পাওয়ায় তার পিত্রালয়ে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে গ্রেফতারী পরোয়ানার খবর জানতে পেরে হাসান সিকদার ঢাকা গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে শাবনুর আক্তার ও তার বাবাকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে শাবনুর আক্তারের শিশু সন্তানকে অপহরণ করে উল্টো অপহরণ মামলায় শাবনুর আক্তার ও তার বাবাকে ফাঁসাবে বলে হুমকি দেয়।

শাবনুর আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবা গরিব মানুষ। প্রতিদিন যা উপার্জন করে তা দিয়ে কোন মতে চলে সংসার। আমার স্বামীকে খুজে বের করার মত অর্থ আমার বাবার নাই। পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ সকলের কাছে আমি সহযোগিতা কামনা সহ গ্রেফতারী পরোয়ানা এরিয়ে আসামী হাসান সিকদার বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক না কেন তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবী জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং