আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভায় ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের কার্যক্রমের ধারবাহিকতায় শনিবার বিকাল ৪ টায় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক ওর্য়াড সম্মেলনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শনিবার বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। সম্মেলনের উদ্বোধন করেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন(ভিপি)।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেটে গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, বরগুনা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খাইরুল ইসলাম,বরগুনা জেলা যুবদলের সহসভাপতি শওকাতুল আলম পান্না মৃধা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাইনুদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিল্টন বিশ^াস, মো. জামাল খান, মো. মাহবুবুল আলম রিপন, উপজেলা যুবদলের ১ নং সদস্য মো. সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো হেলাল চৌকিদার, কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী মো. নাজমুল হাসান হীরা প্রমুখ।
আমতলী পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে সদস্য সচিব মো. জালাল আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে ৪ নং ওয়ার্ডে মো. ফরিদ উদ্দিন মিলন সভাপতি ও আঃ মান্নান হাওলাদার সাধারন সম্পাদক ৫ নং ওয়ার্ডে মো. রফিক বিশ^াস সভাপতি ও মো. শহিদুল আলম হাওলাদার সাধারন সম্পাদক ৬ নং ওয়ার্ডে প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান সভাপতি মো. জাহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে ওয়ার্ড কমিটি ঘোষনা করেন।
পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহমেদ খান বলেন, ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ড শাখার কমিটি গঠন এভাবেই চলমান প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।