মোঃ রাসেল স্টাফ রিপোর্টার:
রবিবার(০৬ জুলাই)বিকেল ৫ টা ৩০ ঘটিকায় দিকে মহানগরীর বাসন থানার তেলিপাড়া টিএন্ডটি(স্যাটেলাইট)এলাকায় হাজী ভবনের সামনের ফুটপাতের উপর ভারতীয় হুইস্কি নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ এক কারবারিকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।