আমতলী বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে চুরি হওয়া মাহেন্দ্র পটুয়াখালী মির্জাগঞ্জ থানার সহায়তায় উদ্ধার করা হয় এবং মাহেন্দ্র চোর মো:রাসেল মৃধা( ৩০) কে আমতলী থানা পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন, আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সেরাজ মৃধার ছেলে মো:রাসেল মৃধা।
থানা সূএে জানা যায়,গতকাল ১৪/৭/২৫ তারিখ দুপুরে মো: জহিরুল ইসলামের পৌরসভা ৩ নং ওয়ার্ড বাড়ির সামনে থেকে একটি মাহেন্দ্র চু’রি হয়।
মঙ্গলবার (১৫ জুলাই)স্থানীয় জনগণের সহায়তায় আমতলী লঞ্চঘাট এলাকা থেকে রাসেল মৃধা (৩০)নামক মাহেন্দ্র চো’রকে গ্রে’ফ’তার করা হয়।
তার দেয়া তথ্য মোতাবেক মির্জাগঞ্জ থানা এলাকা থেকে মির্জাগঞ্জ থানা পুলিশের সহায়তায় চো’রাই যাওয়া মাহেন্দ্র উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:দেওয়ান জগলুল হাসান জানান,চুরি হওয়া মাহেন্দ্রটি উদ্ধার করা হয়েছে, এবং এ সংক্রান্তে মা’মলা রুজু করে রাসেল মৃধাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।