মোঃ আল-আমিন, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষর্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুলে’ল শুভেচ্ছা, পরে প্রত্যেককে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ শাহ আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা, আশিকুর রহমান নাহিদ। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম।
উপজেলার মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ১৭ জন, মাদ্রাসা থেকে ০২ জন ও এসএসসি ভোকেশনাল থেকে ০২ জন সহ ২১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সংবর্ধনায় অংশ নেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।