আমতলী( বরগুনা ) প্রতিনিধি:
বরগুনা আমতলী উপজেলায় পাষণ্ড স্বামীর অমানুষিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছে সাজেদা বেগম (৫৫) নামের গৃহবধূ। ঘাতক স্বামী তৈয়ব হোসেন স্ত্রীর লাশ রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি করেছে।
রোববাব (২০জুলাই) উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)
দেওয়ান জগলুল হাসান।
স্থানীয়রা জানান, বরগুনা জেলা আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর একসাথে বসবাস করত তারা।পারিবারিক কলেহের জের ধরে স্বামী তৈয়ব হোসেন সাজেদার মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতো বলেও জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে একজন নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে নিহত সাজেদার মেয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন। এদিকে খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে এসে লাশ উদ্ধার ও সুরতাহাল রিপোর্ট তৈরি করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা উদ্যোগ নিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:দেওয়ান জগলুল হাসান বলেন,ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।এ সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।