——— শোক সংবাদ ——
প্রতিনিধি- মোস্তাক আহমেদ বাপ্পি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা সাদেক পুর ইউনিয়ন, সাদেক পুর পূর্ব পাড়া, সাদুল্লাহ গুষ্টির মরহুম ডাক্টার সিদ্দিকুর রহমান সাহেব এর সহধর্মিনী ও সাবেক চেয়ারম্যান ইকবাল সাহেবের এর আম্মা – উনার নিজ বাড়িতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গেছেন।
মৃত্যু সময় উনার বয়স প্রায় ৮৬ বছর।উনি খুব নরম ও সহজ সরল মনের মানুষ ছিলেন।
উনার মৃত্যুে পরিবারের সকলের মাঝে সুখের ছায়া নেমে আসে।
উনার জানাজা বাদ জোহর সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সাদেক পুর গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহর নিকট উনার মাগফেরাত কামনা করছি এবং উনার পরিবারের সবাই কে ধর্য্য ধারণ করার তৌফিক দান করুক –আমিন।