মোঃ আল আমিন, কাঠালিয়া, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলায় গভীর রাতে ঘুমান্ত অবস্থায় এক বীমা কর্মীকে সন্ত্রাসীরা হামলার করেছেন। দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে তার পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার ২৩ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত বীমা কর্মী মোঃ আব্দুল খালেক মোল্লা (৪০) উপজেলার কচুয়া গ্রামের মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে, তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিধ কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় খালেক মোল্লার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালির রগ কেটে যায়। তার আত্মচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল নেয়নি দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা জানান, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”