তপন দাস, নীলফামারী
নিজ জেলা নীলফামারীতে চিরনিদ্রায় সাহিত হলেন ঢাকার বিমান বিধস্ত হওয়া মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে শিক্ষিকা ও উক্ত স্কুলের ২০ জন শিক্ষার্থীর জীবন বাচানো শিক্ষিকা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি এবং জলঢাকা বগুলাগাড়ি স্কুল এ্যান্ড কলেজে এ্যাডহক কমিটির সভাপতি শিক্ষিকা মাহেরীন চৌধুরী। গতকাল দুপুরে বিমান দুর্ঘটনায় মারা যান উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কর্মরত শিক্ষিকা ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি মাহেরীন চৌধুরী। তিনি নিজের জীবনকে বিপন্ন করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্যস্ত আহত ২০ জন ছাত্র ছাত্রী কে রক্ষা করেন। মরহুমকে জানাযা ও দাপন কাপন সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয় তার গ্রামের বাড়ী বগুলাগাড়ী চৌধুরী পাড়া। মরহুমের স্বামী মনসুর আলী কান্নাজরিত কন্ঠে বলেন যে আমার সহ ধর্মীনির এই অকাল মৃত্যু কোনভাবে মেনে নিতে পারতেছি না। আমার স্ত্রী নিজের জীবনকে বিপন্ন দিয়ে ২০ জন ছাত্র ছাত্রী মুক্ত করেন। আজ বিকাল ৪ ঘটিকায় মরহুমকে তার পারিবারিক কবরস্থানে জানাযা ও দাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নীলফামারী – ৩ (জলঢাকা) ও সাবেক রংপুর মহানগর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। ও উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান (মাষ্টার) ও জামায়তের স্হানীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি জলঢাকার স্থানীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। মরহুমের জানাযা ও দাপন শেষে তার রুহের মাগফেরাত কামনা করেন উপস্থিত সকলেই।