প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি
আজ ২৪ জুলাই ২৫ইং ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিপি’র বহুল প্রত্যাশিত জুলাই পদযাত্রা। দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
২৪’জুলাই পদযাএায় উপস্থিত থাকবেন :
নাহিদ ইসলাম – আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)
আখতার হোসেন -সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)
সারজিস আলম- মূখ্য সংগঠক-উওরাঞ্চল,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
হাসানাত আব্দুল্লাহ -মূখ্য সংগঠক-দক্ষিণাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)
আলেম-উলামা, তরুণ সমাজ ও সাধারণ জনতা তাঁদের বরণে প্রস্তুত।
বৈরী আবহাওয়া—ঝড়ো হাওয়া ও তুমুল বর্ষণ সত্ত্বেও জেলার পৌর মুক্ত মঞ্চে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কর্মসূচি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এই ঐতিহাসিক পদক্ষেপ বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, ইসলামি চিন্তাবিদ আল্লামা মুফতী আমিনী (রহ.)-এর দৌহিত্র এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আশরাফ মাহদী।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার সকল আপময় জনসাধারণ সবাইকে দলে যোগাযোগ দান করে পদযাত্রাকে সফল করার আহবান জানাই ।
তিনি তারুণ্য নির্ভর দল এনসিপির এই কল্যাণময় উদ্যোগের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দুআ কমনা করে এবং
জুলাই পদযাত্রা সকল হোক- এই কামনা করছে।