আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে সিনিয়র সাংবাদিক দৈনিক কালবেলা প্রতিনিধি মনির হোসেনকে প্রকাশ্যে জনসমক্ষে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন এক কতিথ ঠিকাদার। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলের বৃহৎ হাট আমতলী বাজারে সড়ক দখল করে মুরগীর বাজার বসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি জনদুর্ভোগ পোস্ট দেন দৈনিক কালবেলা আমতলী উপজেলা প্রতিনিধি মনির হোসেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী শাখার সভাপতি ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মনির হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে আমতলীতে সড়ক দখল করে মুরগীর হাট, সরকারী টলঘর প্রভাবশালীর দখলে শিরোনামে ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দেখে আমতলীর কথিত ঠিকাদার মোজাম্মেল গাজী গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় প্রকাশ্যে মনির হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করে। এতে মনির হোসেন প্রতিবাদ করলে মোজাম্মেল গাজী তাকে এলাকা ছাড়া করা সহ প্রাননাশের হুমকী প্রদান করে।
এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,সাধারণ ডায়েরি করা হয়েছে, বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।