তপন দাস, নীলফামারী
বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সম্মেলন-২০২৫ আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির জেলা নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের পেশাজীবীদের উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্মেলনে ড. মোঃ খায়রুল আনাম, জেলা নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “দলিল লেখকরা শুধু কাগজে কলমে কাজ করেন না, তারা একটি রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সহযাত্রী। এই পেশার মানুষেরা যথাযথ সম্মান ও ন্যায্য অধিকার পাওয়ার যোগ্য। নৈতিকতা ও পেশাগত দক্ষতা সমুন্নত রেখে জনগণের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।