সিনিয়র স্টাফ রিপোর্টর
উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১৮৪২ একর সরকারী জমিতে,জালজালিয়াতি করে যোগসাজশী ভাবে পল্লী বিদ্যুতের ৩৮টি অবৈধ বিদ্যুৎ সেচ সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে জুলাই যোদ্ধা পরিবার। আজ সোমবার বিকাল ৪ টায় জুলাই যোদ্ধা পরিবার,গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শারমিন আখতারের মাধ্যমে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ এর নিকট স্মারকলিপি প্রদান করেন,জুলাই যোদ্ধা জেলা কমিটির সভাপতি,জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলাই যোদ্ধা বিপুল মিয়া,সহ সভাপতি জুলাই যোদ্ধা নয়ন মিয়া,সহ সভাপতি জুলাই যোদ্ধা সবুজ হাসান বিপ্লব, জুলাই যোদ্ধা সাধন সাহা,জুলাই যোদ্ধা শ্রাবন,জুলাই যোদ্ধা হোসাইন, জুলাই যোদ্ধা সাব্বির,নাজমুল হাসান নয়নসহ জুলাই যোদ্ধা বৃন্দ। স্মারকলিপি প্রদান কালে তারা বলেন, সরকার ঘোষিত ইপিজেড বাস্তবায়নে রংপুর চিনিকলের জমি,বেপজার কাছে হস্তান্তর কৃত জমিতে, ইপিজেডের নির্ধারিত স্থানে ৩৮টি অবৈধ সেচ সংযোগ দিয়ে দখলদারত্ব চালাচ্ছে ভূমিদস্যুরা। তাই অবিলম্বে পল্লী বিদ্যুৎ এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে, গোবিন্দগঞ্জ তথা উত্তরাঞ্চল বাসীর প্রাণের দাবী,অধিকার ইপিজেড বাস্তবায়নের দাবী জানান।