মোঃ-রিয়াজ উদ্দিন (হেলাল) আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে উপজেলা পরিষদের সামনে থেকে পৌর যুবলীগ সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ-উল হাসান কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকাল আড়াইটার দিকে অভিযান চালিয়ে আমতলী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড,কাদের মিয়ার ছেলে পৌর যুবলীগের সভাপতি।তার বিরুদ্ধে ঢাকা ভাটারা থানায় সন্ত্রাসী মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফের বিরুদ্ধে ঢাকা ভাটারা থানায় সন্ত্রাসী মামলা রয়েছে তার পরিপ্রেক্ষিত আমতলী থানা পুলিশ গ্রেফতারের জন্য অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেওয়ান জগলুল হাসান আমতলী উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
যুবলীগ নেতাকে আটকের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করে। অনেকেই এখন ঘা-ঢাকা দিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, উপজেলা পরিষদের সামনে থেকে অভিযান চালিয়ে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসী মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।