এম জাফরান হারুন::
পটুয়াখালী বাউফল উপজেলার কাছিপাড়ায় ব্রিজের সাথে ধাক্কা লেগে বা আটকিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়েছে এক যুবকের।
জানা যায়, মঙ্গলবার(২৯ জুলাই-২৫) বেলা ২টার দিকে বালু টানার স্টিলবডি খালি ট্রলার নিয়ে চালক মোঃ শাকিব (২৩) তার হেল্পার মোঃ জাহিদুল গাজী (২১) কে নিয়ে বাহেরচরের দেওপাশা এলাকায় যাচ্ছিলেন।
এমন সময় কাছিপাড়ার পাগডাল গ্রামস্থ মিয়ার খা বাড়ি সংলগ্ন ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করার সময় ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রলার চালক মোঃ শাকিবের মাথা আটকিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, ট্রলার খালি থাকায় এবং নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ট্রলার ব্রিজের নিচ দিয়ে ট্রলার যাওয়ার সময় আটকিয়ে ট্রলার চালক মোঃ শাকিবের মাথা চাপা পড়ে বিচ্ছিন্ন হয়েছে।
নিহত মোঃ শাকিব (২৩), বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়নাবাজ কালাইয়া গ্রামের বাসিন্দা মোঃ কবির হোসেনের ছেলে।
এবিষয়ে বাউফল থানা পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি অবগত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।