আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
গোপন সংবাদের ভিত্তিতে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঁঠালতলি বাজার এলাকায় সাঘাটা আর্মি ক্যাম্প কর্তৃক একটি যৌথ অভিযানে কাঠ পুড়ে কয়লা কারখানায় এ অভিযান পরিচালিত হয়।এ অভিযানের সময় দুটি কয়লা ভাটার মালিক মনির হোসেন (১৮) এবং আশিক ইসলাম (২২) কে শনাক্ত করা হয়।এ অভিযানে সাঘাটা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-ইকরাম খাঁন এবং ইউএনও সাঘাটা উপস্থিত ছিলেন। অভিযুক্তদের প্রত্যেককে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। ইউএনওর তত্ত্বাবধানে আগামী সপ্তাহের মধ্যে সকল কয়লা ভাটা ভেঙে ফেলা হবে।